মধ্যরাতে হাতে হারিকেন আর মই নিয়ে বনের দিকে এগিয়ে যাচ্ছেন এক লোক_
চৌকিদার : কী ব্যাপার, এত রাতে এভাবে কোথায় যাচ্ছেন?
লোকটি : গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছি।
চৌকিদার : সে কী? তাহলে হাতে হারিকেন কেন?
লোকটি : হারিকেন নেব না কেন রে ভাই? রাস্তাঘাটে সাপের যা উপদ্রব!
চৌকিদার : ও আচ্ছা! কিন্তু মই কেন?
লোকটি : গলায় দড়ি দেওয়ার জন্য তো গাছে উঠে দড়িটা বাঁধতে হবে, তাই না? কিন্তু আমি যে গাছেই চড়তে পারি না। শেষে পড়ে গিয়ে আবার হাত-পা ভাঙব নাকি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন