মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

সিকিউরিটি গার্ড

বড় এক ভবনের লাইসেন্সধারী পিস্তলওয়ালা দুই সিকিউরিটি গার্ডের মধ্যে কথা হচ্ছে_
প্রথম গার্ড : জানো, কাল রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছিলাম।
দ্বিতীয় গার্ড : তারপর?
প্রথম গার্ড : তারপর আর কি! ওরা আমার টাকা-পয়সা, ঘড়ি, জুতা, মোবাইল সব কেড়ে নিল।
দ্বিতীয় গার্ড : কেন, তোমার কাছে রিভলবার ছিল না?
প্রথম গার্ড : ছিল তো। কিন্তু ওটা আমি প্যান্টের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। ওরা দেখতেই পায়নি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন